বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের রবীন্দ্রজয়ন্তী পালন

বরাক তরঙ্গ, ৯ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাব। বুধবার অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন  বিশিষ্ট ব্যক্তিরা। পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ- ৫ থেকে ৭ বছর বয়স, ‘খ’ বিভাগ- ৮ থেকে ১০ বছর বয়স এবং ‘গ’ বিভাগে ১১ থেকে ১৩ বছর বয়সের কচিকাঁচা শিশু ও কিশোর কিশোরী অংশ গ্রহণ করে। এদিন রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতায় দু’জন বিচারক ছিলেন। তাঁরা হলেন সম্পা বণিক ও দেবশ্রী দেব রক্ষিত।

অনুষ্ঠানে বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের  সম্পাদক বিশ্বজিৎ দেব প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছরও  ক্লাবে এই অঞ্চলের বিশিষ্ট জনের উপস্থিতিতে এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আজকের রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা তিনটি গ্রুপে বিভক্ত ছিল। প্রত্যেকটি  বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার রয়েছে । তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর একজন সাহিত্যিক, কবি, সঙ্গীতশ্রষ্ঠা, গল্পকার নাট্যকার এবং চিত্রশিল্পী ছিলেন। তিনি প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী এবং দার্শনিক-ও ছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন একজন স্বাধীন মনের অধিকারী মানুষ।

বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের রবীন্দ্রজয়ন্তী পালন

এদিন অনুষ্ঠানে ক্লাবের সদস্য অনন্ত কুমার ধর (বাচ্চু) কে উত্তরীয় ও সম্মাননাপত্র দিয়ে সংবর্ধনা জানানো  হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা জয়ন্তিকা ভট্টাচার্য দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন সভাপতি সুশীলকুমার কর, মনোতোষ পাল, জেপি কর্মকার, নরেন দাস, বাপি পাল, কৃষ্ণা দেব, জয়া কর, জয়দেব প্রমুখ।

Author

Spread the News