পূর্ণরাজ্য দিবস পালন আগরতলায়

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : আগরতলা শহরের রবীন্দ্রভবনে শনিবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা। উল্লেখ্য, ১৯৪৯ সালের ১৫ অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৭২ সালের ২১ জানুয়ারি তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। পূর্ণরাজ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের সচিব ব্রিজেশ পাণ্ডে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচিব যে কে সিনহা বলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী রা পুনরাজ্য ত্রিপুরার গৌরব ময় ইতিহাস সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা  এসব জানলে পরে ত্রিপুরা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে তারা।

পূর্ণরাজ্য দিবস পালন আগরতলায়

রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন বক্তব্য রাখতে গিয়ে বলেন ২১ জানুয়ারি আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ ছোট রাজ্য ত্রিপুরা ভারতবর্ষে তার নাম উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। আগরতলা রবীন্দ্রভবনে আয়োজিত পূর্ণ রাজ্য দিবস অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও পূর্ণ রাজ্যের মহাত্ম্য তুলে ধরে বক্তব্য রাখেন। এদিনের এই পূর্ন রাজ্য দিবসের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন।

Author

Spread the News