শিলচর প্রেসক্লাবে বাগদেবীর পুজো

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজার আয়োজন করল শিলচর প্রেস ক্লাব। বৃহস্পতিবার পূজারম্ভ হয় বেলা সাড়ে দশটায়। পুরোহিতের দায়িত্বে ছিলেন দেবাশিস চক্রবর্তী। বাণী বন্দনায় সকলের উপস্থিতি সরস্বতী পূজা শুরু হয়। পুজো শেষে প্রায় ৫০০ জন প্রসাদ গ্রহণ করেন। প্রসাদে ছিল খিচুড়ি, সবজি, ডাল, পায়েস ইত্যাদি।

এ দিন পূজার্চনার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সন্তোষ চন্দ সহ শিশু শিল্পীরা। পূজার্চনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ায় শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সহসভাপতি বিকাশ চক্রবর্তী, কার্যালয় সম্পাদক গৌতম তালুকদার, ভাস্কর সোম, দিলীপ সিং, মুন্না আচার্য, রাণু দত্ত, রিতেশ চক্রবর্তী সহ অনেকেই।

Author

Spread the News