দক্ষিণ পাথারকান্দি ও বাজারিছড়ায় পূজা মণ্ডপ উদ্বোধন কৃষ্ণেন্দুর

দক্ষিণ পাথারকান্দি ও বাজারিছড়ায় পূজা মণ্ডপ উদ্বোধন কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : পাথারকান্দি ও বাজারিছড়ায় দু’টি মণ্ডপের উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বুধবার মহাষষ্ঠীতে দক্ষিণ পাথারকান্দি পুজো কমিটির  মণ্ডপের উদ্বোধন করেন সার্কল অফিসার বলীন বাবা বালারিকে সঙ্গে বিধায়ক। বলেন, এই ক’দিনের জন্য মর্তে মায়ের আগমনকে কেন্দ্র করে সবাই যাতে সুন্দরভাবে উৎসবের দিনগুলো কাটাতে পারেন। সেদিকে লক্ষ্য রাখতে তিনি সবার প্রতি অনুরোধ জানান। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, বিজেপির পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা প্রমুখ।
উল্লেখ্য, এই পুজোর পঞ্চাশ বর্ষপূর্তিতে স্থানীয় শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় মায়াপুরের ইসকন মন্দিরের আদলে গড়ে উঠছে বিশাল মণ্ডপ।  এই

দক্ষিণ পাথারকান্দি ও বাজারিছড়ায় পূজা মণ্ডপ উদ্বোধন কৃষ্ণেন্দুর

এ দিন বিধায়ক বাজারিছড়ার কালাছড়া হাসপাতাল রোড বারোয়ারি দুর্গা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন বিধায়ক স্বদলের বরিষ্ট নেতা হৃষিকেশ নন্দীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে মণ্ডপের উদ্বোধন করেন। উল্লেখ্য স্থানীয় এলাকার এই পূজা এবার ৩৯ বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের ন্যায় এবারও সুসজ্জিত মণ্ডপ নিৰ্মাণের মধ্য দিয়ে পূজার আয়োজন করেছেন উদ্যোগতারা।এবার মন্দিরের আদলে বিশাল পাণ্ডাল তৈরি করা হয়েছে।জানা গেছে এখানে শাস্ত্রীয় বিধান মেনে পূজা হয়।তাছাড়া আড়ম্বরতার সাথে ধর্মীয় রীতি নীতি যথাযথ ভাবে পালন করা হয়।লোওয়াইরপোয়া ব্লকের প্রান্তিক এলাকায় এই পুজো প্রতি বছর দর্শনার্থীদের বাহবা কুড়োতে সচেষ্ট হয়েছে।

এবার পূজার পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপ দে, মণীষভূষণ পাল, হৃষিকেশ নন্দী, স্বপন দাস, অলক দে, অমিত দে, রতন চক্রবর্তী, রাজু নাগ, মিহির কর, রাজ দে রাজু নাগ শুভ্র পাল সুজু পাল প্রমুখ।

দক্ষিণ পাথারকান্দি ও বাজারিছড়ায় পূজা মণ্ডপ উদ্বোধন কৃষ্ণেন্দুর
দক্ষিণ পাথারকান্দি ও বাজারিছড়ায় পূজা মণ্ডপ উদ্বোধন কৃষ্ণেন্দুর

Author

Spread the News