বিএসএফের প্রচেষ্টায় পঞ্চাশ বছর পর লাতুর বাসুদেব মন্দিরে পূজা
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : রাম লালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত জেলা করিমগঞ্জের লাতু ও মহিসাশন এর মধ্যবর্তি তেসুয়ার “বাসুদেব মন্দির” দীর্ঘ পঞ্চাশ বছর পর পুজো শুরু হল। সীমান্ত সুরক্ষা বাহিনী নিজেদের প্রচেষ্টায় নতুন করে সাজিয়ে তোলে মন্দিরটি।
সোমবার বিএসএফের ১৬ নং ব্যাটেলিয়ন কমান্ডেন্ট সঞ্জয় কুমারের উপস্থিতিতে যজ্ঞ করে মন্দিরের দৈনিক পুজোর সূচনা হয়। এ উপলক্ষে ভজন সঙ্গীতে অংশ নেন করিমগঞ্জের শিল্পীদের মধ্যে শ্রাবণী পাল, রিমি দাস, মহুয়া দেবনাথ, দেবার্যুন পাল, যন্ত্র সঙ্গীতে ছিলেন তবলায় চয়ন দে, ডোলোকে সাগর ঘোষ, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অরূপ রায়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।