মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে রাস্তায় গ্রামবাসী। মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে দোহালিয়া অবৈধ মদের বিরুদ্ধে এলাকার মানুষ। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নেশার বিরুদ্ধে গ্রামের সচেতন যুবসমাজ প্রতিবাদমুখর হলে অবৈধ মদ ব্যবসায়ীদের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীরা উল্টো প্রতিবাদী যুবকদের বিরুদ্ধেই শ্লীলতাহানি, মারধর ও সামাজিক অপরাধের মিথ্যা মামলা সাজিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করে। এই ঘটনায় পুরো গ্রাম উত্তেজিত হয়ে ওঠে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দিনদুপুরেই রাস্তায় নেমে আসেন শতাধিক গ্রামবাসী। মিথ্যা মামলায় ভয় দেখানো যাবে না! দোহালিয়ায় অবৈধ মদ ব্যবসা আর চলবে না! স্লোগান উত্তাল হয়ে উঠে। প্রতিবাদকারীরা পরিষ্কার ভাষায় জানান গ্রামের ভবিষ্যৎ রক্ষা করতে চাইলে, শিশুদের নিরাপত্তা ও সমাজের সুস্থতা বজায় রাখতে চাইলে, দোহালিয়া থেকে অবিলম্বে সমস্ত অবৈধ মদের আড্ডা ভেঙে ফেলা ছাড়া কোনও বিকল্প নেই। গ্রামবাসী প্রশাসনের উদ্দেশে তিনটি দাবি তোলেন দোহালিয়ার সমস্ত অবৈধ মদের আড্ডা অবিলম্বে উচ্ছেদ করতে হবে।মাদকচক্রের মূলহোতাদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।প্রতিবাদী ও সচেতন যুবকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলি দ্রুত প্রত্যাহার করতে হবে।
এদিকে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আশ্বাসে ও পরোক্ষ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি গ্রামবাসীর সঙ্গে কথা বলে সব দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন এবং অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিধায়কের সরাসরি হস্তক্ষেপে গ্রামবাসী আস্থা ফিরে পান এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাপ্ত করেন।


