নয়া পরিবহন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ময়নারবন্দে ও ভাঙ্গায়

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কেন্দ্র সরকার প্রস্তাবিত নয়া পরিবহন আইন প্রত্যাহারের দাবিতে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল অসম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন।ইউনিয়নের কর্মকর্তা ও চালক সদস্যরা ময়নার বন্দ আইওসির সম্মুখে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মঙ্গলবার। স্লোগান দিয়ে কাঁপিয়ে তুলেন এলাকা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, সরকার প্রবর্তিত নয়া পরিবহন আইন মেনে চলা সম্ভব নয়। কেননা, তাদের দৃষ্টিতে এই আইন চালকদের স্বার্থপরিপন্থী।

তারা আরও বলেন, দুর্ঘটনা কোনও চালকের কাছেই সমর্থনযোগ্য নয়। তারপরও না চাইতেও দুর্ঘটনা ঘটে। কিন্তু নয়া পরিবহন আইনে বলা হয়েছে, দুর্ঘটনায় সংশ্লিষ্ট চালকের ১০ বছরের জেল এমনকি ৭ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। ইউনিয়নের সাফ কথা, এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাড়ি চালানো থেকে বিরত থাকবেন চালকেরা। বলেন, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর ওপর তাদের আস্থা রয়েছে ঠিকই। তাইবলে এধরনের আইন মেনে নেওয়া সম্ভব নয়। বিজেপি সরকার যান চালকদের সঙ্গে প্রতারণা করছে।

এদিন ভাঙ্গায়ও প্রতিবাদে নামেন কয়েকশো গাড়ি চালক। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায়  কয়েকশো গাড়ি চালক ও মালিক মিলে সারিবদ্ধ ভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এই আইনের বিপক্ষে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন সমাজ কর্মী মুন্নি ছেত্রী এই আইনের প্রত্যাহারের দাবি জানান। দুই ঘণ্টা প্রতিবাদ প্রদর্শনের পর জেলা প্রশাসনের কার্যকর্তা এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্য দেওয়া স্মারকপত্র গ্রহণ করেন।

Author

Spread the News