উবাদিয়ার মন্তব্যের প্রতিবাদ অব্যাহত শিলচরে, চা পাতা বয়কট করার আহ্বান

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরবাই উবাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে বুধবার শিলচরের রাঙিরখাড়ী এলাকায় এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় উবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বুদ্ধিজীবী মহল। গ্রামীণ কৃষকদের উচ্ছেদ ও চা-শ্রমিকদের বঞ্চনার অভিসন্ধিতে বরাক বাসীকে বাংলাদেশি তকমা দেওয়ার মন্তব্যকে ধিক্কার জানিয়ে উবাদিয়াকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি রোজকান্দি বাগানের চা পাতা বয়কট করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্যও দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে উবাদিয়ার মন্তব্যকে সমর্থন করে দিলীপ কুমার আগুনে ঘি ঢালার জন্য আলটপকা মন্তব্য করাকেও এদিন ধিক্কার জানিয়েছেন তাঁরা। দিলীপ কুমারকে চরম হুসিরারি দিয়ে আগামীতে এধরনের মন্তব্য থেকে বিরত থাকার সতর্ক বার্তা দিয়েছেন শহরের সুশীল সমাজ। ঈশ্বর ভাই উবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাদের এহেন মন্তব্য উপত্যকার শান্তি শৃঙ্খলায় নষ্ট করার পাশাপাশি সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি করবে বলে মনে করেন তাঁরা। তাই উবাদিয়াকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামীতে আন্দোলন আরও ভায়বহ রূপ ধারণ করবে বলে কড়া ভাষায় হুসিরারি দিয়েছেন বিভিন্ন দল, সংগঠন সহ বিশিষ্ট নাগরিকরা।

উবাদিয়ার মন্তব্যের প্রতিবাদ অব্যাহত শিলচরে, চা পাতা বয়কট করার আহ্বান
বক্তব্য রাখছেন সমাজকর্মী তথা সাংবাদিক দিলীপ সিং।

এ দিন সভার শুরুতে ফোরাম ফর সোশ্যাল হারমনির পক্ষে উদ্দেশ্য ব্যাখ্যা করেন অরিন্দম দেব। এরপর সিআরপিসিসি-র সভাপতি ড. তপোধীর ভট্টাচার্যের লিখিত বার্তা পড়ে শোনানো হয়। পর্যায়ক্রমে একে একে বক্তব্য রাখেন উত্তরপূর্ব বাংলা সাহিত্য সভার মিহির নন্দী, ভাষা আইন সুরক্ষা সমিতির হিল্লোল ভট্টাচার্য, উনিশে মে উদযাপন কমিটির সাধন পুরকায়স্থ, পিপলস সায়েন্স ফোরামের কৃষাণু ভট্টাচার্য, মার্চ ফোর সায়েন্সের কমল চক্রবর্তী, বিডিএফ-এর জয়দীপ ভট্টাচার্য, সমাজকর্মী সীমান্ত ভট্টাচার্য, সমাজকর্মী আশু পাল, সাংবাদিক দিলীপ সিংহ সহ অন্যান্য সংস্থা সংগঠনের প্রতিনিধিরা। সভা পরিচালনা ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন কোরাস-এর বিশ্বজিৎ দাস।

Author

Spread the News