১৭ মাস থেকে নেই বেতন, আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বিক্ষোভ
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : ১৭ মাস থেকে বেতন নেই। ফের আন্দোলনে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কর্মীরা। মঙ্গলবার অসম আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলন চলাকালীন অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস সাংবাদিকদের বলেন, গত ১৭মাস থেকে বেতন পাচ্ছেন না কর্মীরা। বারবার বিভাগীয় আধিকারিকদের জানানোর পরও কোন ধরনের সুরাহা হয়নি তাদের। তাঁরা বলেন, শিলচর পুরসভার অধীনে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই হস্তক্ষেপ করার পর তাঁদের আরও সমস্যা বেড়ে যায়। বেতন না পাওয়ায় অনেক কর্মীরা অসহায় হয়ে পড়েছেন এবং কিছু দিন আগে চিকিৎসা করাতে না পেরে একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে জানান। অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারকে তাঁদের বেতন সহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে জানালে আজ পর্যন্ত তাদের সমস্যা সমাধান হয়নি এবং বেতন না পেয়ে অনাহারে থাকতে হচ্ছে তাঁদের।
তাঁরা জানান সমস্যার সমাধান না হলে আগামী ২৯ জুলাই অনশন ধর্মঘটে বসবেন।
এদিন উপস্থিত ছিলেন দুলু শর্মা, বিল্টু দাস, প্রতাপ সিং যাদব, মহুয়া ভৌমিক, সুব্রত দাস গৌরাঙ্গ গোয়াল, অজয় যাদব, আনোয়ার হোসেন মজুমদার, আহমদুল হক লস্কর প্রমুখ।