শিলচরেও বিদ্যুৎ কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদী সভা

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : সাত দফা দাবিতে দেশজুড়ে সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলোর প্রতিবাদী কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে শিলচরে ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ, ইঞ্জিনিয়ার্স এবং পেনশনার্স শাখা। শুক্রবার বিদ্যুৎ বিভাগের শিলচরে পানপট্টিস্থিত সাব ডিভিশন প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২২ এর বর্তমান অবস্থান, বিদ্যুৎ খণ্ডের ব্যক্তিগতকরণের প্রক্রিয়া, স্মার্ট মিটার সংস্থাপন, টাইম অফ ডে টেরিপ এবং আরডিএসএস প্রকল্প ইত্যাদি বিদ্যুৎ কর্মী এবং গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়ার কথা তুলে ধরেন। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতির প্রতিবাদ জানান।

এই প্রতিবাদী সভায় অল আসাম ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির অন্যতম আহবায়ক হিল্লোল ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে প্রিপেড স্মার্ট মিটারের অপ্রাসঙ্গিকতার উপর বিস্তৃত আলোচনা করে বিদ্যুৎ কর্মী এবং বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া সভায় সাত দফা দাবির উপর বক্তব্য রাখেন সংস্থার কাছাড় জোনাল কমিটির মুখ্য আহবায়ক নির্মলকুমার দাস, অন্যতম আহবায়ক তাপসরঞ্জন আয়ান, রাজু বর্মন, গৌরাঙ্গ বণিক, বিমল সিনহা প্রমুখ।

উল্লেখ্য, দেশব্যাপী প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসাবে সংস্থার অসম শাখা অসমে বিদ্যুৎ বিভাগের প্রতিটি অফিসে বিদ্যুৎ কর্মীরা কালো ব্যাজ পরিধান করে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও গুয়াহাটি বিজলিভবনে কেন্দ্রীয়ভাবে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।

Author

Spread the News