মদ, গাঁজা, জুয়া বন্ধের দাবিতে মাছঘাটে প্রতিবাদী সভা
বরাক তরঙ্গ, ১৬ জুন : মদ, গাঁজা ও জুয়া বন্ধের দাবিতে মাছঘাটে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় ইন্দ্রগড় জিপির প্রাক্তন সভানেত্রী নীলিমা দাসের সভাপতিত্ব করেন। সভায় তাপাং ব্লকের আশীর্বাদ ও সাথীর উদ্যোগে আত্মসহায়ক দলের প্রায় সাত শতাধিক মহিলা উপস্থিতি ছিলেন। সভায় বক্ত্যব্য রাখেন শিলচর আবগারি বিভাগের অফিসার জনার্ধন গোস্বামী, তাপাং ব্লকের বিডিও, শ্রীকোণা থানার ইনচার্জ, সরবিন্ধু দাস নীলিমা দাস রামদেব দাস শ্যামলী গুপ্ত সুভাষ দেব রূপশ্রী নাথ, ভানুরানি দাস, বিষহরী দাস, সুধা ভট্টাচার্য, নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি শ্রীকোণা আঞ্চলিক কমিটির সম্পাদিকা শ্যামলী গুপ্ত ও সদস্যরা।
বক্তারা বলেন, শ্রীকোণা মাছঘাট দামছড়ার বিভিন্ন অঞ্চলে মদ বিক্রির পরিমান বাড়ছে ফলে জনবসতি এলাকায় ঘন ঘন মদের দোকান বৃদ্ধি হচ্ছে। বড়দের পাশাপাশি কম বয়সের নতুন প্রজন্মরা মদের নেশায় যুক্ত হচ্ছে। মদ পান করার দরুন নারী নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিনিয়ত বাড়ছে। সবাই মদ সহ অসামাজিক কাজ বন্ধের পক্ষে মত প্রকাশ করেন সভায় বাল্যবিবাহ বন্ধ করা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে এক প্রতিবাদী মিছিল মাছঘাট নিউ কালীবাড়ি থেকে শ্রীকোণা ইন্ড্রাস্ট্রি পর্যন্ত যায়।