প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিতাবরে রোড শোতে অংশ নিলেন প্রিয়ঙ্কা

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার তিতাবরে একটি বিশাল রোড শোতে অংশ নিয়েছিলেন। প্রিয়ঙ্কা গান্ধী জয়পুর থেকে একটি বিশেষ ফ্লাইটে দুপুর ১২টায় যোরহাটের রায়া বিমানবন্দরে পৌঁছেন। তাঁকে অসম কংগ্রেস সভাপতি ভুপেনকুমার বরা এবং নির্বাচনী প্রার্থী গৌরব গগৈ স্বাগত জানান। এরপর সোজা চলে যান তিতাবরে। তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ভূপেন বরা, দেবব্রত শইকিয়া এবং গৌরব গগৈ। রোড শোর প্রাক্কালে, গৌরব গগৈ কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে অসমের জনগণের পক্ষে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান।

বর্তমান সরকার দেশ ধ্বংসকারী নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করেছে যা কংগ্রেস দল ক্ষমতায় এলে প্রথমে বাতিল করা হবে। এটাই প্রিয়ঙ্কা গান্ধীর কাছে অসমের মানুষের দাবি। দ্বিতীয়ত, চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়াতে হবে। তাই যথাযথ পদক্ষেপ নিতে হবে। তৃতীয়ত, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে গৃহ লক্ষী স্কিমের মাধ্যমে বর্তমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও অসমের ছয়টি জাতিগোষ্ঠীর উপজাতিকরণের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, আজ আবহাওয়া প্রতিকূল ছিল কিন্তু প্রিয়ঙ্কা গান্ধী তিতাবরে আসার পর সূর্য উঠেছে। তাই প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে এবার কংগ্রেস জিতবে। প্রিয়াঙ্কা গান্ধী তখন তিতাবরে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জনগণকে সম্বোধন করেন এবং গৌরব গগৈকে নিয়ে অনেক মন্তব্য করেন। তিনি বলেন, গৌরব গগৈ সংসদে জোরালো কণ্ঠে জনগণের সমস্যা ও সমস্যা তুলে ধরেছেন। তাঁকে এমপি হিসেবে পাঠাতে পারলে পরের বার বিষয়টি তুলে ধরবেন। “বর্তমান বিজেপি নেতারা যাঁরা এসেছেন তাঁরা যা খুশি তাই বলেন কিন্তু গৌরব গগৈ আজ আপনার পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।

Author

Spread the News