‘এক দেশ, এক ভোট’ : যৌথ কমিটির সদস্য প্রিয়ঙ্কা

১৮ ডিসেম্বর : ‘এক দেশ, এক ভোট’ বিলের খসড়ার পরিমার্জনে গঠিত সংসদের যৌথ কমিটির সদস্য হলেন কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধি বদরা। কেরলের ওয়েনাড়ের সদ্য নির্বাচিত সাংসদের পাশাপাশি কংগ্রেসের লোকসভা সাংসদ মণীশ তিওয়ারি ও সুখদেও ভগত এবং রাজ্যসভার সাংসদ রণদীপ সিংহ সুরজেওয়ালা ওই কমিটির সদস্য হয়েছেন বলে সংসদের সচিবালয়ের একটি সূত্রের দাবি। বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় ‘এক দেশ এক ভোেট সংক্রান্ত বিল পেশ করে কেন্দ্র।

'এক দেশ, এক ভোট' : যৌথ কমিটির সদস্য প্রিয়ঙ্কা

Author

Spread the News