জাতীয় পতাকার চরম অবমাননা, আটক অধ্যক্ষ
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : অবাক কাণ্ড অধক্ষ্যের। চরম অবমাননা জাতীয় পতাকার। অবমাননার অভিযোগে অধ্যক্ষকে আটক করা হয়। ঘটনাটি সামাগুড়ির। গোপীনাথ বরদলৈ হায়ার সেকেন্ডারি স্কুলে অধ্যক্ষ ফাতেমা খাতুন জাতীয় পতাকা পদদলিত করেন।
তিনি পা দিয়ে ধরে পতাকার রশি খোলার মুহূর্ত ক্যামেরায় বন্দি হয়ে যায়। এরপর চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশের নজরে এলে ফাতেমাকে আটক করা হয়।