দেশবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
১৬ মার্চ : লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর জন্য একটি খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘দেশের ১৪০ কোটি মানুষ আমার পরিবার। তাঁদের সঙ্গে আমার বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থনের সম্পর্ক।’ বিগত ১০ বছরে সরকার চালাতে গিয়ে মোদির যা উপলব্ধি হয়েছে, সবটাই চিঠিতে তুলে ধরেছেন তিনি।
দেশবাসীকে লেখা চিঠিতে নমো উল্লেখ করেছেন, তাঁর সঙ্গে ১৪০ কোটি নাগরিকের সম্পর্কের এক দশক পূর্ণ করতে চলেছে। তিনি লেখেন, ‘আমার এই পরিবারের মানুষের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের নীতিগুলি প্রণয়ন করা হয়েছে। আমাদের প্রত্যেক সিদ্ধান্ত গরিব, কৃষক, যুব সম্প্রদায় এবং মহিলাদের জীবনস্তরে পরিবর্তন আনার জন্য নেওয়া হয়েছে। সরকার প্রতিনিয়ত সততার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। যার স্বার্থক পরিণাম আমাদের চোখের সামনে রয়েছে।’ চিঠিতে প্রধানমন্ত্রী এও উল্লেখ করেন, বিকাশ এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ভারত এগিয়ে চলেছে। নানা বিষয়ে ভারত গর্বিত হয়েছে। একাধিক নয়া পালক বসেছে মুকুটে।
৩৭০ অনুচ্ছেদের (Article 370) সম্পর্কে তিনি লেখেন, ৩৭০ অনুচ্ছেদের অবলুপ্তি সম্ভব হয়েছে। আতঙ্কবাদ এবং মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি লিখেছেন, ‘আপনাদের বিশ্বাস এবং সমর্থন পেয়েছি বলেই আমরা জিএসটি চালু করতে পেরেছি। একাধিক ঐতিহাসিক এবং বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিগত ১০ বছরে।’ নির্বাচনের প্রাক্কালে গতকাল দেশবাসীর উদ্দেশে এই খোলা চিঠিটি লিখেছেন প্রধানমন্ত্রী।