কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
২৬ জুলাই : কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে শুক্রবার লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দিলেন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি। বললেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। সব সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করে দেব আমরা।’
তিনি বলেন, ‘আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলব, ওদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। তারা সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধ ব্যবহার করে। লাদাখ হোক বা জম্মু ও কাশ্মীর, আমরা উন্নয়ন চালিয়ে যাব। ৫ অগাস্ট, ৩৭০ ধারা বাতিলের ৫ বছর পরে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিকাঠামো ও পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’
একইসঙ্গে এদিন বিরোধীদের সমালোচনায়ও সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অগ্নিপথ প্রকল্প নিয়ে বিরোধীরা যা করছে তা রাজনীতি ভিন্ন আর কিছু নয়। এরাই সেই লোক যারা চেয়েছিল ভারতীয় বিমানবাহিনীতে আধুনিক যুদ্ধবিমান যাতে না আসে। এরাই সেই লোক যারা চেয়েছিল তেজস যুদ্ধবিমান বাতিল করতে।’ অগ্নিপথ প্রসঙ্গে তিনি জানান, সেনাবাহিনীতে তরুণ রক্ত সঞ্চালিত করাই এই প্রকল্পের লক্ষ্য।