গোলাঘাটে দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু, শোক প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : গোলাঘাট  দেরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু ঘটল। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের স্বজনদের দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

নিহতদের স্বজনদের দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী এক্স এ লিখেছেন “অসমের গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। পিএনআরএফ থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০,০০০ টাকা সাহায্য করছে।”

https://twitter.com/PMOIndia/status/1742427965835837817?t=NfHNneY64qXi2Nsv9hzADw&s=19

বুধবার সকালে গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে পাঁচজন নারী ও একজন নাবালক রয়েছে।

গোলাঘাট জেলার দেরগাঁও জেলার বালিজানের কাছে নির্মাণাধীন ১০ নম্বর জাতীয় সড়কে ৪৫ জন যাত্রী বহনকারী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে  সংঘর্ষের সময় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় দুই পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। বাসে থাকা দুই পরিবারের সবাই মারা যান। এক পরিবারের চার সদস্য অন্য পরিবারের ছিলেন পাঁচজন।

রিপোর্ট অনুযায়ী, হাইওয়ে নির্মাণ কর্তৃপক্ষ চার লেনের রাস্তায় একটি ডাইভারশন তৈরি করেছে, যার ফলে ট্রাকটি “ভুল লেনে” প্রবেশ করেছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, কুয়াশা পরিস্থিতিকে আরও খারাপ করেছে।

বাসটি কামারবান্ধা থেকে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দির এবং ডিব্রুগড়ের গিগিবিলে নববর্ষের পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছিল।

এ দিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোক প্রকাশ করেছেন।

Author

Spread the News