বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল স্তর থেকে সংগঠন গড়ে তোলার জন্য তিনি সারাজীবন উৎসর্গ করেছিলেন এবং অসমের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। কবীন্দ্র পুরকায়স্থ ছিলেন অসমের জন্য এক শক্তিশালী কণ্ঠস্বর; তিনি রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট ও দৃঢ়ভাবে উপস্থাপন করতেন। সাংগঠনিক দায়িত্ব থেকে শুরু করে সংসদীয় দায়িত্ব— সর্বত্রই তিনি নিষ্ঠার সঙ্গে সমাজের সেবা করে গেছেন। তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ দিকে, প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীরভাবে শোকাহত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি এক শোক বার্তায় বলেন, সমাজসেবার প্রতি তাঁর দায়বদ্ধতা এবং অসমের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সমগ্র রাজ্যজুড়ে বিজেপিকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই শোকের সময়ে তাঁর পরিবার-পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।



