১ এপ্রিল থেকে বেশ কয়েকটি ওষুধের দাম বাড়ছে
৩০ মার্চ : ১ এপ্রিল থেকে বেশ কয়েকটি অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, পেইনকিলার সহ প্রায় ৮০০ টি ওষুধের দাম বাড়তে চলেছে। জানিয়েছে জাতীয় ওষুধ মূল্য নির্ধারণকারী সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কয়েকদিন আগে ফার্মা সংস্থাগুলি শাসকদল বিজেপির নির্বাচনী বন্ডে প্রায় ৯০০ কোটি টাকা দিয়েছে বলে জানা গিয়েছে। সেই টাকা ঘুরপথে তোলার জন্যই এই পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
প্রসঙ্গত, গত বছরেই ওষুধের দাম ১২ শতাংশ করে বেড়েছে। ২০২২ সালে বেড়েছিল ১০ শতাংশ করে। ওষুধের এই দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্তের মাথায় ফের নতুন করে বোঝা চাপল তা বলার অপেক্ষা রাখে না।