প্রেস ফ্রিডম ডে পালন করিমগঞ্জে
বরাক তরঙ্গ, ৩ মে : যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রেস ফ্রিডম ডে পালন করল প্রেস ক্লাব করিমগঞ্জ। এ উপলক্ষে শুক্রবার দুপুর দু’টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মিহির দেবনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক অরূপ রায়। তিনি বলেন, প্রতি বছরই এই দিনটি পালন করা হয় প্রেসক্লাবের পক্ষ থেকে।কর্মরত সাংবাদিকদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে অরূপ রায় বলেন, সাংবাদিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে হয় সাংবাদিকদের। কোন ধরনের নিরাপত্তারককে ছাড়াই যুদ্ধ বিধ্বস্ত এলাকা সাংবাদিকদের পৌঁছতে হয়। এর ফলে অনেকে প্রাণ হারিয়ে 2ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার্থে ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন অরূপ রায়। তাঁর মতে, এ ব্যাপারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা সাংবাদিক জুলি দাস, এসএম জাহির আব্বাস, বিভাসচন্দ্র দাস, সুজয় শ্যাম, শুভঙ্কর মালাকার প্রমুখ।
সব বক্তাই সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হন। সভাপতির বক্তব্যে মিহির দেবনাথ বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাংবাদিকরা চরম হেনস্থার শিকার হচ্ছে। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে অনেকের। তবে কোন ধরনের ভয় দেখিয়ে সাংবাদিকদের আটকানো যাবে না বলে মন্তব্য করেন মিহির বাবু। তিনি আক্ষেপের সহিত বলেন, সাংবাদিকরা প্রয়োজনের চেয়ে অনেক কম মাসিক বেতন পান। অধিকাংশের ইপিএফ নেই। এসব ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে অনেকবার সোচ্চার হওয়ার পরও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।