বাকসের ক্রিকেটে উদ্বোধনী ম্যাচে জয়ী প্রেস ফাইটার
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টের উদ্বোধনী ম্যাচে জয়ী হল অটল প্রেস ফাইটার। তারা ৮ রানে জয়লাভ করে। বুধবার শিলচর ডিএসএ-র ময়দানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় অটল প্রেস ফাইটার ও হাইলাকান্দি খবর হিরোজ। টসে জিতে ব্যাটিঙের সিদ্ধান্ত অটল প্রেস ফাইটার। নির্ধারিত ১৫ ওভারে চার উইকেটে ৯৯ রান সংগ্রহ করে ফাইটার। ওপেনিং ব্যাটি করতে নেমে জয়দীপ দাস ৩৫ বলে ৪৪ রান করেন। তিনি দলের সর্বোচ্চ রান করেন। এ ছাড়া দেবাশিস সোম ২ (১০), বাপন গোস্বামী ০ (২), শিবানন্দ সিং ১৫ (২৬) রান করেন। নট আউট থাকেন অমল্য দাস ১২ (১০) ও রাজু নাথ ৬ (৭) রানে। বোলিং নীলমণি চৌধুরী ৩ ওভারে ৬ রান দুই উইকেট নেন। সুমিত শুক্লবৈদ্য ৩ ওভারে ২৯ রান, বিমান সিনহা ৩ ওভারে ২৬ রান এক উইকেট, বিধান সেন ৩ ওভারে ২৪ রান ও জয়দীপ চন্দ ৩ ওভারে ১২ রান দিয়েছেন। অতিরিক্ত ২০ রান।

জবাবে হাইলাকান্দি খবর হিরোজ করে ৭ উইকেটে ১৫ ওভারে ৯১ রান। খেলায় রূপক নাথ ২ বলে খাতা না খুলে প্যাভেলিয়ানে ফিরেন। আব্দুল কায়ুম লস্কর ১ (৩), বিবেক মালাকারও ৩ বলে কোন রান না করে পিচ ছাড়েন। রাহুল নাথ ০ (৫) নীলমণি চৌধুরী ৪৩ (৩০), প্রভাঞ্জন মালাকার ৭ (১৫), বিমান সিনহা নট আউট ২১ (২৩), সুমিত শুক্লবৈদ্য ৯ (৭), জয়দীপ চন্দ ০ (২)। বোলিঙে শিবানন্দ সিং ৩ ওভারে ১১ রান তিন উইকেট, রাজু নাথ ৩ ওভারে ১৯ রান, দুই উইকেট, দেবাশিস সোম ৩ ওভারে ২০, এক উইকেট, অজিত দাস ৩ ওভারে ১৮ রান, ২ উইকেট ও অমলাভ দাশ ৩ ওভারে ২০ রান ১ উইকেট পেয়েছেন। অতিরিক্ত ১০ রান।

উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচাৰ্য, বাবুল হোড়, প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমির ডিরেক্টর শুধাংশু দাস, বাকসের কেন্দ্রীয় সভাপতি রতন দেব, পর্যবেক্ষক সতানন্দ ভট্টাচার্য ও সম্পাদক রবি হাজাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিজিৎ ভট্টাচার্য। এদিন টুর্নামেন্টের ঘোষণা করেন বাবুল হোড়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন ডিএসএ সহসভাপতি অজয় চক্রবর্তী, সহ সচিব অরিজিৎ গুপ্ত, বাকসের হাইলাকান্দি জেলা সভাপতি রাহুল চক্রবর্তী, বরাক তরঙ্গ এর সম্পাদক আশু চৌধুরী ও মাধব সাহা স্পন্সর। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন শিবানন্দ সিং, সুপার সিক্সার ও ম্যান অব দ্যা মুমেন্ট পুরস্কার পান জয়দীপ দাস ও সুপার এন্টাইনার নীলয় চৌধুরী।
আজকের ওপর ম্যাচে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকর্স খেলবে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স -র। আসরে অংশ নিচ্ছে মোট ছয় দল।