আজ রথযাত্রা, পুরীতে যোগ দেবেন রাষ্ট্রপতি

৭ জুলাই : আজ রথযাত্রা। পুরী-সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হবে। প্রতি বছর নতুন করে রথ তৈরি হয় পুরীতে। জগন্নাথের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। এই তিন রথে চড়ে পার্শ্বদেবতা, চারটি ঘোড়া এবং সারথিদের সঙ্গে নিয়ে তাঁরা পাড়ি দেন গুণ্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে। দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গোটা একটি সপ্তাহ উৎসব পালন করেন পতিতপাবন।

এ দিকে, পুরীতে রথযাত্রা উৎসবে যোগ দেবেন ওডিশার ভূমিকন্যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে চারদিনের ওডিশা সফর শুরু হচ্ছে মুর্মুর। রবিবার তিনি পুরীতে থাকবেন। রাজ্যে এই প্রথম বিজেপি জমানায় রথে চড়বেন প্রভু জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা। তার সাক্ষী থাকবেন রাষ্ট্রপতি।

রবিবার পুরী সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ফলে বৃষ্টিতে রথযাত্রা ভাসার আশঙ্কাও রয়েছে। জগন্নাথধামের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ওডিশা পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) তথা পুরীর রথযাত্রার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক সঞ্জয় কুমার শনিবার বলেন, ‘রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ সাম্প্রতিক হাথরসকাণ্ডের কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি এও বলেন, এবছর জগন্নাথের রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে।

Author

Spread the News