শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি সভা

জনসংযোগ শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : আগামী ২৬ শে জানুয়ারি শ্রীভূমিতে অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবস পালনের কার্যসূচী স্থির করতে সোমবার শ্রীভূমিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর পৌরহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে সোমবার এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থির করা হয় যে অন্যান্য বছরের মত এবছরও শ্রীভূমি জেলার সাধারণতন্ত্র দিবস পালনের মূল অনুষ্ঠান শ্রীভূমির সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

সভার শুরুতে বিগত বছরের সাধারণতন্ত্র দিবস পালনের কার্যসূচির তালিকা পাঠ করেন সহকারী আয়ুক্ত রূপক মজুমদার। এতে যথারীতি গ্রহণ করা সিদ্ধান্তগুলি ছাড়াও জেলা আয়ুক্ত এবছর সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের কার্যসূচিকে সফল করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। এতে তিনি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শ্রীভূমি শহরে সাফাই অভিযান চালিয়ে শহরের পরিচ্ছন্নতা সুনিশ্চিত করতে পৌরসভার কার্যবাহী আধিকারিককে নির্দেশ দেন। পাশাপাশি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগেকে পানীয়জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য বিভাগকে মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখতে নির্দেশ দেন।

এদিনের সভায় অন্যান্য কার্যসূচির মধ্যে প্যারেড ও মার্চপাস্ট, সাংস্কৃতিক কার্যক্রম, ট্যাবলো প্রদর্শন, কৃতিদের সংবর্ধনা, সরকারি অনুদান বন্টন, রক্ত দান শিবির, বিএসএফ এর পক্ষে অস্ত্রশস্ত্র প্রদর্শনী, ছাত্র ছাত্রীদের অঙ্কন ও রচনা প্রতিযোগিতা ইত্যাদির কার্যসূচি স্থির করতে আলোচনা করা হয়। এদিনের সভায় এডিসি এল খিংতে, এডিসি জয়ন্ত বরা, অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী, বিএসএফ ১৬ নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অনিল কুমার, চক্র আধিকারিক জাগৃতি কালোয়ার, সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, মানস প্রতিম বংজং, অন্বেষা খেরসা, রসিকা ইসলাম, বিপ্লব সেংইয়াঙ্গ, খণ্ড উন্নয়ন আধিকারিকগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি বিভাগের কার্যালয় প্রধান, রাজনৈতিক দলের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব ইত্যাদির কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *