হাইলাকান্দিতে প্রজাতন্ত্র প্রস্তুতি জোরকদমে, চলছে মহড়া

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : হাইলাকান্দি জেলায় আগামী ২৬ জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালনের জন্য জোর প্রস্তুতি চলছে। হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের সংস্কার কাজে জোর গতি নিয়ে আসা হয়েছে। এখানেই আগামী  বৃহস্পতিবার সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এখন পর্যন্ত সরকারি ভাবে উত্তলোকদের কোন তালিকা প্রকাশিত হয়নি।এক্ষেত্রে জেলাশাসক নিসর্গ হিবরে পতাকা উত্তোলন করবেন বলে অনুমান করা হচ্ছে।

এদিন এরপর সমবেত কুচকাওয়াজ, সাংস্কৃতিক কার্যক্রম, ট্যাবলো প্রদর্শন বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে সকাল ৬ টায় শহরের জনসংযোগ বিভাগের মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচারের মধ্য দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানসূচির সূচনা করা হবে। এরপর সকাল সাড়ে ৬ টায় শহরে প্রভাত ফেরি বের করা হবে। দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে সকাল ৭ টায় বেসরকারি গৃহে, সাড়ে ৭ টায় সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় হাইলাকান্দি জেলের কয়েদি দের মধ্যে মিষ্টি ও ফলমূল বিতরণ সকাল ১১ টা ২০ মিনিটে এস কে রায় সিভিল হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ সকাল ১১ টা ৪৫ মিনিটে শহরের রবীন্দ্রভবনে দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় সব সরকারি কার্যালয় ও বেসরকারি ভবনে স্বদেশী উপকরণ দিয়ে আলোকসজ্জা।

হাইলাকান্দিতে প্রজাতন্ত্র প্রস্তুতি জোরকদমে, চলছে মহড়া

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সরকারি সব কার্যসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছেন জেলাশাসক নিসর্গ হিবরে। এদিকে, রবিবার বিকেলে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি ও হাইলাকান্দির পুলিশ সুপার নেতাজি ক্রীড়া ময়দানের প্যারেডের মহড়া দেখে যান।

Author

Spread the News