শিলচর শঙ্করমঠ ও মিশনে জন্মাষ্টমী পালনের প্রস্তুতি

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে দেশ, জাতি আর বিশ্বমানবতার মঙ্গল কামনায় করা পৃথিবীর বিভিন্ন মঠ ও মন্দিরে পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও শিলচর সোনাই রোড মহাপ্রভু সরণীস্থিত শিলচর শঙ্করমঠ ও মিশনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিভিন্ন সনাতনী ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে।উক্ত শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী বলেন, আগামী ৬ আগস্ট তথা বুধবার বিকেল ৬টায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনা, কৃষ্ণভজন, শ্রীকৃষ্ণের শতনাম পাঠ, শ্রীকৃষ্ণের পূজা এবং পরের দিন ৭ আগস্ট বৃহস্পতিবার গুরুপূজা, গীতাপাঠ, কৃষ্ণভজন, পারণ ও উপস্থিত সকল ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন ও শান্তিবাণী পাঠের মাধ্যমে এই দুই দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।

আগামী ৬ ও ৭ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে শিলচর শঙ্করমঠ ও মিশনে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News