পুজোয় ডিজনি পার্ক শিলচর শংকর দীঘির পারে, প্রস্তুতি শুরু ‘আপনজন’-এর

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : শারদীয়া দুর্গোৎসবের সময় দর্শনার্থীদের কাছে উপত্যকার অন্যতম গন্তব্য হয়ে ওঠে শিলচর শংকর দীঘির পারের আপনজন দুর্গাপূজা কমিটি। প্রতিবছরই অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম কমিটির সদস্যরা। এই বছর তাঁদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ডিজনি পার্কের আদলে তৈরি করা হবে মণ্ডপ। রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা বিগত বছরের তুলনায় এবারও ভিড় উপচে পড়বে বলে ধারণা করেছেন।

এদিন কমিটির সম্পাদক রঞ্জন রায় ও প্রচার সচিব শংকর শীল জানান, শিলচরের শংকর দীঘির পারের আপনজন দুর্গাপূজা কমিটি এবছর সপ্তম বছরে পদার্পণ করেছে। এবারও  দুর্গাপূজায় থিমকে গুরুত্ব দেয় আপনজন। শংকর দীঘির পারের শ্যামকুণ্ডঘাট ও রাধাকুণ্ডঘাটের জলে ডিজনি পার্কের আদলে তৈরি করা হবে পূজা মণ্ডপ। থাকবে সেলফি জোন। এছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ করতে ফলের বাগান সহ আকর্ষণীয় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। মোট ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া বিগ বাজেটের এই পুজোতে সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে। জনসমাগম নিয়ন্ত্রণে কমিটির স্বেচ্ছাসেবকরা পুজোর প্রত্যেক দিন মণ্ডপে উপস্থিত থাকবেন। শারদীয় দুর্গাপূজাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন

কোষাধ্যক্ষ নবেন্দু পাল, উপদেষ্টা জহর পাল, উদয় পাল, প্রভাত সূত্রধর, চন্দন রায়, টুলটুল রায়, দীপক পাল, টুকন দেব, কার্তিক পাল, যুগ্ম সম্পাদক দীপক দাস, সুমিত পাল প্রমুখ।

পুজোয় ডিজনি পার্ক শিলচর শংকর দীঘির পারে, প্রস্তুতি শুরু ‘আপনজন’-এর
পুজোয় ডিজনি পার্ক শিলচর শংকর দীঘির পারে, প্রস্তুতি শুরু ‘আপনজন’-এর

Author

Spread the News