স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা লক্ষীপুর সমজেলা প্রশাসনের
বরাক তরঙ্গ, ২২ জুলাই : লক্ষীপুর সমজেলাতে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায পালনের জন্য লক্ষীপুর সমজেলা আয়ুক্তর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লক্ষীপুর সমজেলা আয়ুক্তর সভাকক্ষে সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠকের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার প্রারম্ভে বিগত বছরের স্বাধীনতা দিবস পালনের প্রক্রিয়া নিয়ে মাইনুটস পরে শোনানো হয়। এরপর এবছর ৭৯তম স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নিয়ে সভাতে সকলের মতামত সহকারে বিস্তারিতভাবে আলোচনা করে কিছু নতুন প্রস্তাবও গৃহীত হয়। প্রতিবছরের মতো এ বছরও ৭৯ তম স্বাধীনতা দিবসটি আনুষ্ঠানিকভাবে লক্ষীপুর আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার ময়দান (সারদাচরণ খেলার ময়দানে) সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। ঐদিন পতাকা উত্তোলন স্থানে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন লক্ষীপুর সঙগীত বিদ্যালয় এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, লক্ষীপুর আঞ্চলিক সমিতির সদস্য ও সদস্যাবৃন্দ। স্বাধীনতা দিবসের দিনে অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে ভোর ৫-৩০ মিনিটে লক্ষীপুর মহকুমা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যুগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচারের মাধ্যমে দিবসটি পালিত হবে। সকাল ৭টায় বেসরকারি ভবন ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন সকাল ৭-৪৫ মিনিটে সরকারি কার্যালয় সমূহে জাতীয় পতাকা উত্তোলন স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জাতীয় পতাকা উত্তোলন, শহিদ বেদীতে মাল্যদান লক্ষীপুর স্বাস্থ্য কেন্দ্র ও হরিনগর স্বাস্থ্য কেন্দ্রে ও লাবক বিপি কেডিয়া হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ, সন্ধ্যায় সরকারি কার্যালয় ও বেসরকারি ভবন সমূহে আলোক সজ্জা।
সভায় অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীপুর সমজেলার পুলিশ সুপার পৃথিবীরাজ রাজ খোওয়া, লক্ষীপুরের সার্কল অফিসার ঋতুপর্ণা ভদ্রা, লক্ষীপুরের অ্যাসিস্টেন্ট সার্কল অফিসার চন্দন কলিতা, লক্ষীপুর সমজেলার অ্যাসিস্টেন্ট কমিশনার লক্ষ্যজিৎ গগৈ, লক্ষীপুর সমজেলার অ্যাসিস্টেন্ট কমিশনার পংখী হাজারিকা, লক্ষীপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে, পুরসভার চেয়ারম্যান মৃনালকান্তি দাস, লক্ষীপুর সমজেলার খাদ্য ও সরবরাহ বিভাগের সুপারিনটেন্ডেন্ট প্রদীপকুমার শইকিয়া, লক্ষীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায়, লক্ষীপুর ওবিসি বোর্ডের চেয়ারম্যান অভিরাম শর্মা, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যাপক শুভজিৎ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও সম জেলার বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক, বিভিন্ন স্কুল কলেজের আধিকারিক, বিশিষ্ট নাগরিকগন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন সম জেলার বিভিন্ন পত্রপত্রিকার সম্মানিত সাংবাদিকগন ও সমজেলা কার্যালয় ও জনসংযোগ কার্যালয়ের সরকারি কর্মীবৃন্দ। সভা শেষে লক্ষীপুর সমজেলা আয়ুক্ত সভাতে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন। লক্ষীপুর সমজেলা তথ্য ও জনসংযোগ বিভাগের এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।