সোনাইয়ের সবক’টি ঈদগাহে নামাজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : শান্তিপূর্ণ পরিবেশে গোটা সোনাই এলাকায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হল। শনিবার সকালে সবক’টি ঈদগাহ ও বিভিন্ন মসজিদে ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন ধর্মপ্রাণরা। ধনেহরি ঈদগাহে সকাল ৯ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত। নামাজ পরিচালনা করেন সোনাই আলিয়া মাদ্রাসার মুফতি মোহাম্মদ উল্লা বড়ভূইয়া। সোনাই টাউনের নতুন ঈদগাহেও সকাল নটায় নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন বাগপুরীর সন্তান মওলানা সাবির হোসাইন চৌধুরী আল আজহারি।

একইভাবে দ্বিতীয় বারের মতো ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হল পূর্ব সোনাইর সেন্ট্রাল ঈদগাহে। একমাস সিয়াম সাধনার রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে ৮ টার সময় অনুষ্ঠিত হয়। সোনাইর ফিসারিপার সংলগ্ন নতুন এই ঈদগাহে উৎসাহ উদ্দীপনায় ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন ধর্মপ্রাণরা। ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন বরাকের সুনামধন্য তরুণ বক্তা তথা করিমগঞ্জ সুনাসা আলিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মওলানা এনামুল হক। ঈদের নামাজ শেষে মওলানা এনামুল হকের আবেগজড়িত মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন অসংখ্য মুসল্লিরা।

সোনাইয়ের সবক'টি ঈদগাহে নামাজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

ঈদের নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ঈদগাহ কমিটির সম্পাদক মুফতি আওলাদ হোসেন মজুমদার বলেন, বৃহৎ পূর্ব সোনাই এলাকার অসংখ্য মানুষের কথা চিন্তা করে ২০১৬ সালে ঈদগাহ স্থাপিত হয়। ২০২২ সাল থেকে ঈদগার কাজ প্রায় সম্পন্ন করে প্রথম ঈদের নামাজ পড়া হয়।

সোনাইয়ের সবক'টি ঈদগাহে নামাজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

এদিকে, বোয়ালজুর শিলডুবি তিনমুখী মোহাম্মদী মাদ্রাসার ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন কেন্দ্রের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)। উত্তর কৃষ্ণপুর নাগাটিলা ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদের নামাজ পরিচালনা আন নূর সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মওলানা আজমল হোসেন। এভাবে গোটা সোনাই এলাকায় শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সোনাইয়ের সবক'টি ঈদগাহে নামাজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

অন্যদিকে, ঈদ উপলক্ষে এদিন সকালে ঈদগাহ মুখি মুসল্লিদের শরবত বণ্টন করেন সুন্নি ইসলামিক শিশু কল্যাণ সংস্থার সদস্যরা। ধনেহরিতে আয়োজিত এই কর্মসূচিতে সংস্থার সম্পাদক জায়েদ আহমেদ লস্কর, শাহিদ আহমেদ লস্কর, নাহিদ আহমেদ লস্কর, শাহেদ আহমেদ লস্কর, আজাদ আহমেদ লস্কর প্রমুখরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News