পাথারকান্দিতে মহালয়ার সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রৌঢ়ের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মহালয়ার সকালেই মর্মান্তিক দুর্ঘটনার ঘটল পাথারকান্দির কলকলিঘাটে। কাজের উদ্দেশে ঘর থেকে বেরিয়ে আর ফেরা হল না এক বাগান শ্রমিকের। অসাবধানতা বশতঃ ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল লঙ্গাই বাগানের বাসিন্দা রামনাথ কর্মকারের।
প্রত্যক্ষদর্শীদের মতে কলকলিঘাট রেল স্টেশন থেকে প্রায় একশ মিটার দূরে সড়ক অতিক্রম করতে গিয়ে অসাবধানতা বশতঃ ধর্মনগর-শিলচরগামী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় রামনাথের। স্থানীয়রা প্রত্যক্ষ করে রেল পুলিশে খবর পাঠালে পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক শোকের ছায়া নেমে আসে। অসহায় এই শ্রমিক পরিবারকে সরকারি আর্থিক সাহায্য পাইয়ে দিতে জেলা আয়ুক্ত সহ স্থানীয় বিধায়কের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।