গান্ধী জয়ন্তীতে উদীচী হোমে স্বাস্থ্য পরীক্ষা মৃত্যুঞ্জয় পরিষেবা টিমের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবা কাছাড় ডিস্ট্রিক্ট টিম গান্ধী জয়ন্তী উপলক্ষে ফকিরটিলা উদীচী সিনিয়র সিটিজেন হোমে বসবাসরত বয়স্ক মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে। তাদের শারীরিক অসুবিধা গুলো লিখে একটি ডাটা তৈরি করে এবং ১০৮ এর কাছাড় ডিস্ট্রিক্ট এর ইনচার্জ পল্লবীতা শর্মা তাদের আশ্বাস দেন এই মাস থেকে প্রত্যেক মাসেই তাঁরা ডাক্তার এনে একটি করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করবেন।
উল্লেখ্য, মৃত্যুঞ্জয় পরিষেবা কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং শহরের মানুষের বিপদে দিন রাত এক করে কাজ করছে। এই পরিষেবা যাতে প্রতিজন মানুষের কাছে যেকোনো উপায়ে পৌঁছায় তাই এই পরিষেবা এখন শুধু ইমারজেন্সি তে সার্ভিস দেওয়া ছাড়াও বিভিন্ন ক্যাম্প এর মাধ্যমে ও মানুষের কাছে পৌঁছার কাজ শুরু করে দিয়েছে। প্রতিটি জেলাতেই একজন করে ইএমই আছেন তাদের কে দিশা নির্দেশনা দেওয়ার জন্য প্রজেক্ট ম্যানেজার আছেন এবং একটি বৃহৎ সংখ্যায় ইএমটি পাইলট আছেন যারা সবাই মিলে খুব ভালো টিম হয়ে কাজ করছেন। এবং এই প্রতিটি মানুষের নিষ্ঠার সহিত কাজ করে যাওয়ায় বরাক উপত্যকার মানুষ অনেক উপকৃত হয়েছে।