মালুয়ায় সাহিত্যিক বদরুজ্জামানের হাত ধরে ‘প্রতিস্রোত’ পত্রিকা উন্মোচিত

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : শিলচর থেকে প্রকাশিত এ অঞ্চলের একটি অন্যতম লিটল ম্যাগাজিন ‘প্রতিস্রোত’-এর চল্লিশতম বর্ষের ৩৭ তম সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন হলো বদরপুরের মালুয়ায়। বুধবার উপত্যকার বিশিষ্ট ঔপন্যাসিক, গল্পকার ও লেখক বদরুজ্জামান চৌধুরীর গ্রামের বাড়িতে এই উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন বিকেলে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিস্রোতের এই সংখ্যার আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন বর্ষীয়ান লেখক বদরুজ্জামান চৌধুরী। উন্মোচক চৌধুরী এ অঞ্চলে সৃষ্টিশীল সাহিত্যচর্চার ক্ষেত্রে লিটল ম্যাগাজিন প্রকাশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ১৯৮৫ সালে প্রতিস্রোতের মতো একটি লিটল ম্যাগাজিন সর্বপ্রথম তাঁর ‘রশিদপুরের পাঁচালী’ উপন্যাসটি প্রকাশের মধ্য দিয়ে সে সময় একটি দৃষ্টান্ত স্থাপন করে। এবং তাঁর সঙ্গে এই কাগজটির দীর্ঘ যোগাযোগ ও সখ্যের কথা ব্যক্ত করে লিটল ম্যাগাজিনটির দীর্ঘায়ু কামনা করেন।

উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ঘরোয়া আড্ডায় প্রতিস্রোতের দীর্ঘ যাত্রাপথের বিভিন্ন বিষয় আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি, ছড়াকার ও লেখক মৃন্ময় রায়, প্রতিস্রোতের সম্পাদক সুজিৎ দাস ও প্রকাশক বিশিষ্ট সমাজকর্মী কমল চক্রবর্তী, সাংবাদিক রাহুল দেব, চলচ্চিত্রকর্মী, লেখক-সমালোচক বিশ্বজিৎ শীল, চলচ্চিত্রকর্মী মলয় দাস এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক কফিল আহমদ।

মালুয়ায় সাহিত্যিক বদরুজ্জামানের হাত ধরে 'প্রতিস্রোত' পত্রিকা উন্মোচিত
মালুয়ায় সাহিত্যিক বদরুজ্জামানের হাত ধরে 'প্রতিস্রোত' পত্রিকা উন্মোচিত

Author

Spread the News