সমাজ হিতৈষী ব্যক্তিত্বদের সম্মান জানালো প্রগতিশীল নাগরিক মঞ্চ

বরাক তরঙ্গ, ১০ মার্চ : জেলা ও জেলার বাইরে সমাজের বিভিন্ন অঙ্গনে নানাভাবে কাজ করা সমাজ হিতৈষী ব্যক্তিত্বদের এক ছাদনাতলায় এনে সম্মানিত করল বাঁশকান্দি এলাকার বৌদ্ধিক সংগঠন প্রগতিশীল নাগরিক মঞ্চ। রবিবার এই এলাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বাঁশকান্দি ফখরুদ্দিন আলি আহমেদ ডিগ্রি কলেজে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নুরুল হুদা স্মৃতি সম্মান গ্রহন করেন বিশিষ্ট শিক্ষক কুতুব উদ্দিন লস্কর, বিশ্ব পাঞ্জা চ্যাম্পিয়ন কেতকী প্রসাদ দত্তের হয়ে সম্মাননা গ্রহণ করেন তাঁর ভ্রাতুষ্পুত্র কুমারজিৎ দত্ত, বিশিষ্ট সরকারি আধিকারিক এফ আর লস্করের হয়ে সম্মাননা গ্রহণ করেন পুত্র শাজাহান মোহাম্মদ, প্রয়াত দেওয়ান গোলাম রহমানি চৌধুরীর হয়ে সেটি গ্রহন করেন জিএম চৌধুরী, কৃতী ছাত্রী ফিজা খানম বড়ভূইয়ার সম্মাননা গ্রহণ করেন সহিদ আহমেদ বড়ভূইয়া।

সমাজ হিতৈষী ব্যক্তিত্বদের সম্মান জানালো প্রগতিশীল নাগরিক মঞ্চ

তাছাড়া সম্মাননা গ্রহণ করেন স্বাধীনবাজার হাইস্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম মজুমদার, বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, সামসুর রহমান (জন) চৌধুরী, আনসার আহমেদ লস্কর, ফরিদা পারভিন লস্কর, লেখক সাংবাদিক জয়নুল ইসলাম বড়ভূইয়া, শিক্ষক মাহমুদুল হাসান, ফুটবলার আদাই রংমাই, মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় বরাকের এযাবৎকালের স্রেষ্ট জাতীয় ভলিবল খেলোয়াড়, ফুটবলার সামসুল হক বড়ভূইয়া (ময়না) স্মরণে রুফিয়া বেগম মজুমদার, ময়নাকে মরণোত্তর সম্মাননা ও প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট শিক্ষক নেনা মিয়া লস্কর সহ আরো কজনকে।

সমাজ হিতৈষী ব্যক্তিত্বদের সম্মান জানালো প্রগতিশীল নাগরিক মঞ্চ

তাছাড়া অনুষ্ঠানে আইনজীবী পণ্ডিত হেমন্ত সিংহ, জিপি সভানেত্রী ফরিদা পারভিন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা আফিয়া বেগম বড়ভূইয়া, নেহু-র অধ্যাপক  প্রসেনজিৎ বিশ্বাস, মিস বরাক পায়েল দাসগুপ্ত, প্রকাশক মিতা দাস পুরকায়স্থ, হুসাইন আহমেদ, প্ৰখ্যাত সমাজকর্মী জালাল মজুমদার,  সোনাই এনজি এইচএস স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ মনির উদ্দিন লস্কর, সমাজকর্মী আমির হুসাইন লস্কর, আলিম উদ্দিন মজুমদার, চেরাগ আলম লস্কর, সিরুমনি লস্কর, একসময়ের খেলোয়াড় ও রেফারি ইকবাল বাহার লস্কর প্রমুখ।

সমাজ হিতৈষী ব্যক্তিত্বদের সম্মান জানালো প্রগতিশীল নাগরিক মঞ্চ

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন স্বর্ণালী চৌধুরী, কাছাড় ক্যান্সার হাসপাতালের কল্যাণ চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী মিলন উদ্দিন লস্কর, মিতা দাস পুরকায়স্থ মিতা, বাহারুল ইসলাম বড়ভূইয়া, সাদিক মোহাম্মদ লস্কর প্রমুখ। তাছাড়া অনুষ্ঠানের প্রায় সব সম্মান প্রাপক ও বক্তা এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন এফ এ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান অধ্যক্ষ মুরাদ আহমেদ লস্কর।  অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক সংগঠনের অন্যতম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক, প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও সমাজকর্মী আব্দুল শুক্কুর বড়ভূইয়া।

Author

Spread the News