প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পজ্ঞীয়ন করতে আহ্বান

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : শ্রীভূমি জেলার সব পিএম কিষাণ হিতাধিকারীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা এস বি আই জেনারেল ইন্সুইরেন্স কোম্পানী বা রামকৃষ্ণ নগর মহকুমা কৃষি আধিকারিক কার্যালয় অথবা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আলু চাষের হিতাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম পঞ্জিয়ন করতে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন।

এতে পঞ্জিয়নের জন্য আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটো কপি, চাষের মাটির নথি ও মোবাইল ফোন নম্বর এর প্রয়োজন হবে। সঙ্গে ১০০ টাকা সরকারি ফি ধার্য করা হয়েছে এবং এতে পঞ্জিয়ন না করলে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে কৃষকরা বঞ্চিত হতে পারেন বলে জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *