উধারবন্দে ইয়ুথ জোড়ো যাত্রায় পা মেলালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় যুব কংগ্রেসের ইয়ুথ জোড়ো কর্মসূচি চলছে। শিলচর ও সোনাইয়ের পর উধারবন্দে অনুষ্ঠিত হল যাত্রা। বৃহস্পতিবার উধারবন্দ কেন্দ্রের রংপুর মধুরাপুল থেকে ইয়ুথ জোড়ো যাত্রা শুরু হয়।
ইয়ুথ জোড়ো যাত্রার অংশগ্রহণ করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা, ইয়ুথ কংগ্রেসের রাজ্য সভাপতি জুবায়ের এনাম, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী আজিত সিং, শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী, কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক খলিল উদ্দিন মুজমদার সহ কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস কর্মীরা। ইয়ুথ জেড়ো যাত্রাটি রংপুর মধুরাপুল থেকে শুরু হয়ে শিলচর সদরঘাটে গিয়ে সমাপ্ত হয়।
এ দিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভূপেন বরা বলেন, বিজেপি সরকার ভাওতাবাজি সরকার, এই সরকার অসম থেকে বরাক উপত্যকাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে তা কংগ্রেস কোন মতে মেনে নিতে পারবে না। তিনি বলেন, কংগ্রেস আগামী নির্বাচনে বৃহৎ আকারে জয় লাভ করবে এবং সরকার গঠন করবে। বরা বলেন, ইয়ুথ জোড়ো যাত্রায় হাজার হাজার কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেছেন, অনুরূপ ভাবে ভারত জড়ো যাত্রাকে কেন্দ্র করে আমজনতা কংগ্রেসের সঙ্গে চলে এসেছেন এবং আগামীদিনে বিজেপি সরকারকে ধূলিসাৎ করবেন ভোটাররা।
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বাল্যবিবাহ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, এই বাল্যবিবাহের আইন প্রথমে কংগ্রেস এনেছিল। বাল্যবিবাহের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গ্রেফতার করা প্রয়োজন বলে বিস্ফোরক মন্তব্য করেন ভূপেন বরা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।