সম্পন্ন হল প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ন উৎসব
অন্তিম দিনে বিধায়কের উদ্যোগে বস্ত্র বিতরণ
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : নির্বিঘ্নেই সম্পন্ন হল উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার ১৩৮তম ঐতিহ্যবাহী প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। শনিবার ছিল মেলার অন্তিম দিন। আর অন্তিম দিনে একেবারে জমজমাট হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।এদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানের উদ্বোধন করেন অসমের শিলচরের প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় তথা বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, মেলা কমিটির প্রধান উপদেষ্টা কাজল দাস সহ মেলা কমিটির সভাপতি ও সম্পাদক। এই মেলার উদ্বোধন হয়েছিল গত ১৪ জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে।
এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে পাঁচদিন ব্যাপী মেলার উদ্বোধন হয়েছিল।প্রতি বছরই এই মেলা জেলার নজর কাড়া মেলা ও উৎসব হিসাবে পরিচিতি পেয়ে থাকে।এবছরও এর ব্যতিক্রম হয়নি বরং বিগত বছরগুলিকে ছাপিয়ে এবছর এই মেলায় প্রতিদিন লাখ লাখ মানুষের মিলনস্থলে পরিণত হয়েছে। শনিবারও একি চিত্র পরিলক্ষিত হয়।

এদিকে, স্থানীয় বিধায়ক নাথ জানান, এবছর মেলাকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন নিত্যনতুন আকর্ষণ যুক্ত করা হয়েছে।রয়েছে অত্যাধুনিক সেল্ফি পয়েন্ট, পুষ্প প্রদর্শনী, সব্জি প্রদর্শনী, কারু শিল্প প্রদর্শনী ইত্যাদি।এছাড়াও মেলাতে শুধু উত্তর জেলা নয় সমস্ত রাজ্য থেকেও দোকানিরা এসে পসরা সাজিয়ে বসেছেন। এ প্রসঙ্গে বিধায়ক জানান,পাঁচ দিনের এই মেলায় প্রায় দুই কোটি টাকার মতো ক্রয় বিক্রয় হয়েছে। অর্থাৎ বিগত বছরগুলিকে ছাপিয়ে এবছর এই প্রত্যেকরায় পৌষ মেলা এক অন্য মাত্রায় পৌঁছেছে। এদিকে এই মেলা ও উৎসবের অন্তিম দিনে বিধায়ক যাদব লাল নাথ ব্যক্তিগত উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

