নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি কেন্দ্রীয় কমিটির

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকীতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করছে কেন্দ্রীয় নেতাজি জন্মবার্ষিকী উদযাপন কমিটি। রবিবার শিলচরের নাজিরপট্টির রূপম সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে কমিটির সভাপতি নীহাররঞ্জন পাল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মানবেন্দ্র দত্ত চৌধুরী গান্ধী ভবনে অনুষ্ঠিত আমাদের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কমিটির সাধারণ সম্পাদক সত্যজিৎ দে জানান, বিভিন্ন স্কুলের প্রায় ১৫০০ ছাত্রছাত্রীদের নিয়ে মহড়া চলছে। ২১ জানুয়ারি গান্ধী মেলা মাঠে সেরা ক্যাডেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি সকাল ৬-৩০টায় পাবলিক স্কুল মাঠ থেকে এক শোভাযাত্রা শুরু হবে, যা প্রধান সড়ক দিয়ে ভারত ক্লাব মাঠে পৌঁছাবে। দিনের মূল অনুষ্ঠান সকাল ৯টায় পতাকা উত্তোলন, শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি, শপথ গ্রহণ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে মার্চপাস্ট প্রতিযোগিতা দিয়ে শুরু হবে। সকালবেলার কর্মসূচির মধ্যে থাকবে যোগব্যায়াম ও শারীরিক কসরত প্রদর্শনী, একটি বুকলেটের উদ্বোধন এবং অন্যান্য কার্যক্রম। বেলা ১২-১৫-এ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মক্ষণ ঘোষণার পর পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের সমাপ্তি হবে বিকেল ৫টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। ২৪ জানুয়ারি, উদযাপনের শেষ দিনে, বিজয়ী স্কুলগুলির জন্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গান্ধী ভবনে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

উদযাপনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব। এ দিনের সাংবাদিক বৈঠকে সহ-সভাপতি সন্তোষ কুমার দে, নিখিল পাল, কোষাধ্যক্ষ সুভাষ বর্মন, সাংস্কৃতিক আহ্বায়ক ভাস্কর দাস, প্রদীপ আচার্য, কাজল কর্মকার উপস্থিত ছিলেন।

নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি কেন্দ্রীয় কমিটির
নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি কেন্দ্রীয় কমিটির

Author

Spread the News