আলুর বীজ বণ্টন কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে ও শ্রীভূমি জেলা কৃষি বিভাগের পক্ষে শনিবার পাথারকান্দির লোয়াইরপোয়া ব্লকের আওতাধীন বিভিন্ন জিপির কৃষকদের হাতে আলুর বীজ বণ্টন করা হল। এদিন লোয়ারপোয়া ব্লক মণ্ডল কিষান মোর্চার সহযোগিতায় বাজারিছড়া জিপির প্রত্যন্ত এলাকার কৃষকদের মধ্যে বীজগুলো বিতরণ করেন বিধায়ক পাল। বীজ বণ্টন করে বিধায়ক বলেন, নিজ বিধানসভার কৃষকেরা যাতে উন্নতমানের অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হন তার জন্য সরকার কর্তৃক প্রতি বছর এভাবে বীজ বণ্টন করা হয়।
উল্লেখ্য, শ্রীভূমি জেলার বৃহত্তর পাথারকান্দি বিধানসভার সিংহভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই প্রতি মরশুমে বিধায়কের তৎপরতায় ধান সহ বিভিন্ন ফসলের বীজ কৃষকদের দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম ও জৈবিক সারও প্রদান করা হয়ে থাকে সরকারি ভাবে। এতে স্থানীয় কৃষিক্ষেত্র যথেষ্ট নির্ভরযোগ্য হয়ে উঠেছে। পরে কিষান মোর্চার পক্ষে মণ্ডল সভাপতি স্বপন দাস বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এই কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের কর্মী সহ মণ্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী, জেলা কৃষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে, বিজেপি অন্যতম
কর্মী সুচরিত পাল, মিলনকুমার দাস, চান্দিখিরা জিপির প্রাক্তন জিপি সভাপতি অনিলকুমার ত্রিপাঠি, পুথতি জিপির প্রাক্তন সভানেত্রী নমিতা গোয়ালা চাষা প্রমুখ।