প্রদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল পাস বিধানসভায়

বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : বুধবার অসম বিধানসভায় সরকার মোট ছয়টি বিল উপস্থাপন করেছে। এর মধ্যে প্রদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল ধ্বনীভোটে পাস হয়ে গেছে। এদিন যেগুলি বিল পেশ হয়েছে সেগুলি যথাক্রমে শহিদ কনকলতা বরুয়া স্টেট ইউনিভার্সিটি বিল ২০২১৪, দ্য কোকরাঝাড় ইউনিভার্সিটি বিল ২০২৪, আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড বিল ২০২৪, দেউরি স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল ২০২৪, সোনোয়াল কছারি স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল ২০২৪ এবং তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল ২০২৪ বিল।

বিলগুলি রাজ্যের শিক্ষা ও উপজাতি কল্যাণ মন্ত্রী রণোজ পেগুর পক্ষে রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজরিকা সদনে পেশ করেন। প্রতিটি বিল হাউসের অনুমোদন নিয়ে পেশ করেন মন্ত্রী হাজরিকা। এর আগে অসম বিধানসভার চলমান বাজেট অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় কার্যক্রম। প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট মন্ত্রীগণ বিধায়কদের প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার পাশাপাশি সম্পূরক প্রশ্নের উত্তর দিয়েছেন।

Author

Spread the News