ঐক্যের বার্তা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে রাজনৈতিক দলগুলোকে

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর, সোমবার,
ক্যের বার্তা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে প্রতিটি রাজনৈতিক দলের। রাজ্যে পরিস্থিতি যেকোনও সময় বিগড়ে যেতে পারে। জাত-পাত, ধর্ম, ভাষা নিয়ে চলছে উস্কানিমূলক মন্তব্য। এতে উগ্রপ্রাদেশিকতাবাদের শক্তি বৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষের সরল মনে এমন বিষ ঢুকিয়ে ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। আর এই পরিস্থিতিকে মোকাবিলা করতে পারে একমাত্র সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্যের  বার্তা নিয়ে সংগ্রামই।

রাজ্যের ডান-বাম প্রতিটি দলকে যেন সাধারণ মানুষের জান-মাল রক্ষা করতে মাঠে নেমে পড়তে হবে। কেননা জাতি-ধর্ম-বর্ণ- ভাষা নির্বিশেষে প্রতিজন সাধারণ মানুষ নানা সমস্যায় জর্জরিত। রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, বেকারত্ব থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ সব মিলিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় এক পাহাড়সম বাধা হয়ে উঠেছে। সাধারণ মানুষ অতিষ্ঠ, বেহাল রাস্তাঘাট ও স্মার্ট মিটার নিয়েও মানুষের মধ্যে এক বিরাট ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রতিবাদ দেখা গিয়েছে। এরমধ্যেই  অসমিয়া-অনঅসমিয়া, হিন্দু-মুসলমান, সংখ্যাগুরু-সংখ্যালঘু স্লোগান চাঙা হয়ে উঠেছে। আর এমনটা অস্বাভাবিক কিছু নয়। অমোঘ নিয়মে বিশ্বের বিভিন্ন প্রান্তে এমনটাই ঘটে। এর উল্টো দিকে সবসময় সচেতন মহল রুখে দাঁড়িয়ে ঐক্য ও সংহতি রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে৷

Author

Spread the News