ঘুষ : শ্রীভূমিতে গ্রেফতার পুলিশকর্মী

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হলেন শ্রীভূমি সদর থানার কনস্টেবল স্বপন দাস। চার হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেফতার করে সিএম ভিজিলেন্স। মঙ্গলবার স্বপন দাসকে গ্রেফতার করা হয়। জানা গেছে, মাইজগ্রাম এলাকার জাহাঙ্গির আলম নামের এক যুবকের বাড়িতে কিছুদিন আগে এক সমন নিয়ে যান সদর থানার কনস্টেবল স্বপন দাস। সমন না দিয়ে সেই যুবকের সঙ্গে আপস করে নেয়। এর বদলে সেই যুবকের কাছে থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আসে। দু’দিন পর আবার হাজির যুবকের বাড়িতে তিনি। জাহাঙ্গিরকে না পেয়ে তার পরিবারের কাছে জানিয়ে আসেন তার সঙ্গে যোগাযোগ না করলে গ্রেফতার করা হবে। এ খবর পেয়ে জাহাঙ্গির পুলিশ কর্মী স্বপন দাসের সঙ্গে যোগাযোগ করলে আরও চার হাজার টাকা দিতে হবে বলে জানান। আর বিষয়টি মোবাইলে রেকর্ডিং করে নেয় যুবকটি। এরপরই জাহাঙ্গির দুর্নীতি নিবারণ শাখার সঙ্গে যোগাযোগ করে।

মোবাইলের কল রেকর্ডিং শুনে এবং পুরো ঘটনা অবগত হওয়ার পর মঙ্গলবার জাল পেতে সিএম ভিজিলেন্স। সে স্বপন দাসকে শ্রীভূমি শহরের সম্ভু সাগর পার্কের সামনে টাকা নেওয়ার জন্য আসতে বলে। সে অনুযায়ী স্বপন টাকা নিতে উপস্থিত হলে হাতেনাতে আটক করে সিএম ভিজিলেন্স। তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

ঘুষ : শ্রীভূমিতে গ্রেফতার পুলিশকর্মী

Author

Spread the News