বরপেটা রোডে যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : অর্ধনগ্ন যুবতীর মৃতদেহ উদ্ধার নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বরপেটারোডের শিমলাগুড়িতে। মঙ্গলবার সকালের দিকে ব্যাঙ্কের পাশে এক যুবতীর মৃতদেহ নজরে পড়ে স্থানীয়দের। সঙ্গে সঙ্গে বরপেটারোড থানার পুলিশকে অবগত করানো হয়। বরপেটারোড  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অর্ধনগ্ন যুবতীর মৃতদেহটি ঢেকে রাখে। কিছু সময় পর ঘটনাস্থলে বরপেটা জেলা প্রশাসনের উচ্চ পদস্থ অফিসার এবং সার্কল অফিসারের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যালে

পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবতী পপী হাজরিকা (দিশা) হাজরিকা। বয়স অনুমানিক ২৫ বছর। তার বাড়ি মাজুলির বনগাঁওয়ে। কিছু দিন আগে বরপেটারোডের শিমলাগুরিতে কর্মসূত্রে যুবতিটি  ভাড়া ঘরে এসেছিল। আজ সকালে ভাড়া ঘর থেকে প্রায় দুইশ মিটার দূরে মৃতদেহ পাওয়া যায়। 

মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় উদ্ধারে স্থানীয়দের ধারনা কোন ব্যক্তি কুকর্মের পর হত্যা করে  ফেলে পালিয়েছে। মৃতদেহটি উদ্ধার হওয়ার পর বরপেটা রোড পুলিশ এবং বরপেটা জেলা পুলিশের উচ্চ পর্যায়ের অফিসাররা গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত শুরু করেন। ভাড়া ঘরের মালিক এবং একই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকা চার জন, সব মিলিয়ে ৬জন লোককে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

বরপেটা রোডে যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Author

Spread the News