চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথের কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী অঞ্চলের রেল সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান চেয়ে মঙ্গলবার শিলচর রেলস্টেশনে বিক্ষোভ প্রদর্শন করল শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। কিছুদিন আগে ডিমাসা পাহাড়ের মুপা অঞ্চলে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে পরিষেবায় যে বিপত্তি ঘটেছিল তা এখনও নানা স্থানে লাইন সারাইয়ের এর কাজ চলছে। এটা কোনও নতুন ঘটনা নয়, বর্ষা সহ অন্য সময়েও এই পাহাড়ে রেললাইন নানা প্রতিকূলতায় বন্ধ হয়ে যায়। রেল লাইন নির্মাণের সময় মাটির গুণমান নির্ধারণ সহ অন্যান্য বিষয়ে যে নিম্নমানের কাজ হয়েছে এর জন্যই আজ এরকম ঘটছে বলে সংগ্রাম কমিটি জানায়। অতীতে সংগ্রাম কমিটির আন্দোলন চলাকালীন সময়ে বারবার এই বিষয়ে মন্তকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়েছে। পাহাড় লাইনের দুর্বলতা দূর করে উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার করে পাহাড় লাইনের পূর্ণ সংস্কার সহ পরিস্থিতির স্থায়ী সমাধান করতে সংগ্রাম কমিটি রেলমন্ত্রীর কাছে দাবি জানায়।
এ দিনেরর বিক্ষোভে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায়, সংগঠনের কার্যকরী কমিটির অন্যতম সদস্য মলয় ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে পাহাড় লাইনে প্রতিনিয়ত যেহেতু ত্রিপুরা সহ বরাক উপত্যকার অনেক যাত্রীবাহী, পণ্যবাহী রেল চলাচল করছে ফলে লাইনের উপর চাপ বাড়ছে। তাঁরা বলেন, চাপ কমানোর জন্য চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত প্রস্তাবিত দ্বিতীয় রেলপথের কাজ শুরু করতে হবে। তাঁরা এও বলেন, সংগ্রাম কমিটি ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর হাইলাকান্দিতে একটি অবিবর্তনের মাধ্যমে রেলমন্ত্রকের কাছে দাবি এই দ্বিতীয় রেলপথের দাবি জানানো হয়েছিল।
বিক্ষোভে সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক সুশীল পাল বলেন, হাইলাকান্দি জেলা জনগণের গণদাবি ছিল ন্যূনতম তিন দিন অন্তর অন্তর হলেও হাইলাকান্দি গৌহাটির মধ্যে একটি এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন চালু করা হোক। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি উক্ত দাবিতে প্রেরণ করা হয়। বিক্ষোভে এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, সমাজসেবী পীযূষ চক্রবর্তী, কল্লোল চৌধুরী, শ্রমিক নেতা নির্মলকুমার দাস, সংগ্রামী ব্যক্তিত্ব প্রবীর রায় চৌধুরী, শিক্ষাবিদ সুব্রত চন্দ্র নাথ, নাট্যকার চিত্রভানু ভৌমিক, শিক্ষাবিদ দীপঙ্কর চন্দ, চাম্পা লাল দাস, যুব সংগঠন এআইডিওয়াইও’র প্রতিনিধি প্রেমানন্দ দাস, কার্তিক সাহা, নকুলরঞ্জন পাল, আইনজীবী সত্যজিৎ গুপ্ত, প্রাক্তন শিক্ষক প্রদ্যুৎ নাথ, ভবতোষ চক্রবর্তী সহ অন্যান্যরা।