পালোরবন্দে মহিলা অপহরণকারীকে গুলি পুলিশের

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : অপহরণকারীকে এনকাউন্টার করল অসম পুলিশ। মঙ্গলবার রাতে লক্ষীপুরের পালোরবন্দ ডলুগ্রামে এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এনকাউন্টার নিয়ে পুলিশ সুপার নুমুল মাহাতো জানান, গত শনিবার লক্ষীপুর থানাধীন শিবপুর গ্রামের এক বিবাহিত মহিলা তাঁর ননদকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে পাঁচটা নাগাদ রাস্তায় প্রাতভ্রমণে বেরিয়েছিলেন। একদল দুষ্কৃতি গাড়ি নিয়ে অপহরণ করে। অপহরণকাণ্ডে পাঁচজনকে গ্রেফতার করল লক্ষীপুর পুলিশ। এরমধ্যে শ্রীকোণা আলমবাগ দ্বিতীয় খণ্ডের জমির উদ্দিন বড়ভূইয়া মহিলাকে অপহরণ করার সময় যে অস্ত্র ব্যবহার করে ছিলেন তা বের করার কথা বলে পুলিশকে নিয়ে যান পালোরবন্দ ডলুগ্রামে। রাতে সেখানে পৌছার পর অন্ধকারের সুযোগ নিয়ে কনস্টেবল সুরেশ পেগুকে ধাক্কা মেরে পালাতে চাইলে পুলিশ গুলি করে। এতে তার পায়ে গুলি লেগেছে।  এরপর তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আহত হয়েছেন পুলিশ কনস্টেবলও।

পালোরবন্দে মহিলা অপহরণকারীকে গুলি পুলিশের

উল্লেখ্য, অপহরণকাণ্ডে পাঁচজনের মধ্যে একজন মহিলা ও চারজন পুরুষ। ধৃতরা হল কাটিগড়া গণিরগ্রাম ৪র্থ খণ্ডের সামসুল হক লস্কর (২৭) আবুল হোসেন লস্কর (২৮), মাসুক উদ্দিন বড়ভূইয়া (২৬)  জমির উদ্দিন বড়ভূইয়া (২৪) ও জাকিরা বেগম বড়ভূইয়া (৩৫)। তাদের বাড়ি শ্রীকোণা আলমবাগ ২য় খণ্ডে।

পালোরবন্দে মহিলা অপহরণকারীকে গুলি পুলিশের

জানা গেছে, গত শনিবার লক্ষীপুর থানাধীন শিবপুর গ্রামের এক বিবাহিত মহিলা তাঁর ননদকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে পাঁচটা নাগাদ রাস্তায় প্রাতভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় পেছনদিক থেকে এএস-১১ ভি-০৫৪৬ নম্বরের একটি ওয়াগনআর গাড়ি তাদের সামনে এসে পথ আটক করে বিবাহিতা মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। সেই সময় ননদ চিৎকার করলেও অপহরণকারীরা ততক্ষণে স্থান ত্যাগ করে। উদ্ধার অভিযানে নেমে পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যে সাফল্য পায়।

Author

Spread the News