চোরাকারবারী পাখি মিয়ার পরিবারের হাতে হামলার শিকার পুলিশ কর্মীরা

ঝুমি নাথ ও অনিতা পাল কাটিগড়া ও বড়খলা।
বরাক তরঙ্গ, ১৪ মে : কাটিগড়ায় প্রাণঘাতী হামলার শিকার হলেন গুমড়া পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের এসআই চন্দন পাটোয়ারি সহ মহিলা পুলিশ কনস্টেবল করবী দাস। এলাকার ত্রাস সৃষ্টিকারী গরু মহিষ চোরাকারবারী পাখি মিয়া ওরফে আব্দুল ওয়াহিদ বড়ভূইয়াকে আটক করতে গিয়ে তাঁরা হামলার মুখে পড়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার শেষ রাতে পশ্চিম কাটিগড়ার নাথানপুর গ্রামে। কুখ্যাত গরু মহিষ কারবারী পাখি মিয়াকে আটক করতে গুমড়া পুলিশের ইনচার্জ পঞ্চপল্লব বরা, এসআই চন্দন পাটোয়ারি, মহিলা কনস্টেবল করবী দাস সহ ব্যাটেলিয়নের প্রায় ১৫ জন জওয়ান সোমবার রাতে নাথানপুর গ্রামে হানা দেন।

পুলিশের মাথায় দায়ের কোপ, মারাত্মক জখম ___

পাখি মিয়ার বাড়িতে যাবার পর ঘরের মহিলা ও অন্যান্যরা ধারালো দা, রড, শাবল দিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। পুলিশ নিজেদের রক্ষা করার চেষ্টা করলেও পাখি মিয়ার স্ত্রী আবিদা বেগম লস্কর মহিলা কনস্টেবল করবী দাসের উপর দা দিয়ে আক্রমণ করে বসে। করবী দাসকে বাচাতে এসআই চন্দন পাটোয়ারী এগিয়ে গেলে ওই মহিলা দা দিয়ে চন্দন পাটোয়ারির মাথায় আঘাত করে। এতে তাঁর মাথার পেছনের দিকে মারাত্মক জখম হয়। এরপর পুলিশ অনেক কসরৎ করে চোরাকারবারী পাখি মিয়া সহ তার পরিবারের অন্যন্যদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এসআই চন্দন পাটোয়ারির জখম মারাত্মক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশের হাতে আটক হয়েছে পাখি মিয়া, তার স্ত্রী আবিদা বেগম লস্কর, মেয়ে কুলসমা বেগম, ছেলে রোহিত আহমদ বড়ভূইয়া। বর্তমানে এই ঘটনা নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Author

Spread the News