কোকরাঝাড়ে দিনদুপুরে ৩২ লাখ টাকার ব্যাগ ছিনতাই, তদন্তে পুলিশ

বরাক তরঙ্গ, ২৫ জুন : কোকরাঝাড়ে ইদানিং কিছু অঘটন ঘটছে । রবিবার ও সোমবার ক্রমাগত দু’দুটো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে । তাতেই অনেক টা চাঞ্চল্য দেখা দিয়েছে কোকরাঝাড়ে । তার ওপর জেডি রোডে মঙ্গলবার ভর দুপুরে মোটা অংকের টাকার ব্যাগ কেড়ে নিয়ে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটে নর্থ জেডি রোডের কোকরাঝাড় স্টেট ব্যাঙ্ক বালাগাঁও শাখার পাশেই অবস্থিত এক্সিস ব্যাঙ্কের সামনে। বিভিন্ন অফিস থাকার দরুন অবশ্যই প্রচুর যানজট থাকে ওই রোডে। তারমধ্যেও এমন অপ্রীতিকর ঘটনা ঘটে গেল।

উল্লেখ্য, কোকরাঝাড় শাখার এলআইসির কর্মীরা ৩২ লাখ টাকা এক্সিস্ ব্যাঙ্কে জমা করতে গাড়ি নিয়ে নির্দিষ্ট স্থলে পৌঁছায়। তারপর গাড়ি থেকে টাকার ব্যাগ নিয়ে নামতেই উল্টো দিক থেকে তীব্র গতিতে দু’জন বাইক নিয়ে এসে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে কোকরাঝার পুলিশ তীব্রতর ভাবে ঘটনার তল্লাশি শুরু করেছে। জানা যায় টাকা বহনকারী এলআইসি কর্মীদেরও কি ভাবে কি ঘটেছে তার ওপর জেরা অব্যাহত রাখছে।

Author

Spread the News