কলেজ ছাত্রী নিগৃহীত, অটোচালক ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে দিলেন জনতা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : নির্জনতার সুযোগ নিয়ে এক কলেজ ছাত্রীকে শারীরিক নিগৃহীত  অভিযোগে এক ভিনধর্মী অটোচালককে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। অভিযুক্ত চালকের নাম রহিম উদ্দিন (২৪) বাড়ি কাঁঠালতলি এলাকার বাঘন জিপির মারুগাঁওয়ে। জানা গেছে, বৃহস্প‌তিবার সকাল আনুমানিক ১১টার দিকে পাথারকান্দির চাঁন্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজে যাওয়ার জন্য এক ছাত্রী বাড়ি থেকে বের হন। কলেজগামী একটি অটোরিকশা দেখে যুবতী সেটিতে উঠে পড়েন। তখন অটোতে অন্য কোনও যাত্রী ছিলেন না। অটোটি কুকিতল এলাকায় পৌঁছালে চালক রহিম উদ্দিন ছাত্রীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলা শুরু করেন। আকাইদুম স্কুলের কাছাকাছি একটি নির্জন স্থানে পৌঁছে তিনি হঠাৎ অটো থামিয়ে মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলে অভিযোগ। একপর্যায়ে মেয়েটির পোশাক ছিঁড়ে ফেলেন। নিজেকে রক্ষা করতে ছাত্রীটি কোনও উপায় না দেখে অটো থেকে ঝাঁপ দেন। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, উল্টো দিক থেকে আসা একটি গাড়ির চালক ঘটনাটি প্রত্যক্ষ করেন। দ্রুত তিনি অভিযুক্তকে ধরে ফেলেন। এরপর আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন।

ক্ষুব্ধ জনতা তাকে জুতো-চপ্পলের মালা পরিয়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেধে রাখেন। উত্তেজিত জনতা কিছুটা উত্তম-মধ্যম দিয়ে চালককে কাঁঠালতলি থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ আহত ছাত্রীকে চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠিয়ে দেন এবং পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন নিকৃষ্ট কাজের পুনরাবৃত্তি না ঘটে।

Author

Spread the News