ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর পুলিশের
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আসাম পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। যাত্রার রুট পরিবর্তনের জন্য রাজ্যের যোরহাট শহরে একটি এফআইআর দায়ের করা হয়েছে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
যাত্রার কেবি রোডের দিকে যাওয়ার কথা ছিল। তবে যাত্রাটি শহরের ভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হয়। এতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং হঠাৎ লোকজনের ভিড়ের কারণে কিছু মানুষ পড়ে যায়।
এফআইআর নিয়ে হিমন্ত শর্মা সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়া বলেছেন, এফআইআরটি যাত্রা বিলম্ব করার একটি চক্রান্ত। এও বলেন, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা।
এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাস্তা নিয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেন, “আমরা বলেছি যাত্রা যেন শহরের ভেতরে না যায়। এখানে একটি মেডিক্যাল কলেজ এবং একটি নার্সিং হোম আছে। বিকল্প পথের অনুমতি দেওয়া হবে, তবে শহরের ভেতর থেকে যাতায়াতের চেষ্টা করলে আমরা পুলিশি ব্যবস্থা নেব।”