পিছু ধাওয়া করে জাল নোট সহ দুই যুবক আটক পুলিশের

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : ফের সক্রিয় হয়ে উঠেছে জাল নোটের চক্র। সম্প্রতি রাজ্যে জাল নোট ও নকল সোনা পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার চামগুড়িতে পুলিশ তাড়া করে করায়ত্ব করে জাল নোট সরবরাহে জড়িত এক চক্রকে। নগাঁও জেলা পুলিশের অপরাধ শাখার একটি দলে এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়েছিল।

এই অভিযানের মধ্যে পুলিশ এখন একটি আর্টিগা বাহনে সন্দেহের ভিত্তিতে তাড়া করে রঙাগড়ার রাস্তায় মধ্যে আটক করে। এরপর এই গাড়ি থেকে জাল নোট সরবরাহে জড়িত ২ সরবরাহকারীকে আটক করে পুলিশ।

পুলিশ দুই পাচারকারীর কাছ থেকে ৭৬,৫০০ টাকার জাল নোট এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ কাগজ বাজেয়াপ্ত করে। গ্রেফতারকৃতরা হলেন চামগুড়ি-কড়াইগুরের জহিরুল ইসলাম ও সাহেব উদ্দিন। পুলিশ দুই জাল নোট পাচারকারীর ব্যবহৃত আর্টিগা গাড়ি (AS 01 EM 4891) বাজেয়াপ্ত করেছে। বর্তমানে তারা নগাঁও ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হেফাজতে রয়েছেন।

Author

Spread the News