শ্রীভূমিতে ৫৫ কোটির মাদক ধ্বংস করল পুলিশ প্রশাসন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : শ্রীভূমি জেলায় মাদকবিরোধী অভিযানে ঐতিহাসিক সাফল্য অর্জন। মঙ্গলবার শ্রীভূমিতে ধ্বংস করা হয়েছে প্রায় ৫৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য। জেলার বিভিন্ন থানায় পৃথক পৃথক অভিযানে দীর্ঘদিন ধরে বাজেয়াপ্ত  করা এই বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী আদালতের নির্দেশে মঙ্গলবার সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়। শ্রীভূমি জেলার শরিফনগর এলাকার একটি ইটভাটায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাদকদ্রব্য ধ্বংস করা হল। এই ধ্বংস কার্যক্রমে শ্রীভূমি জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো প্রক্রিয়া জুড়ে রাখা হয় কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে চালানো মোট ৮১টি পৃথক অভিযানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৩১ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেই উদ্ধার হয় ৫৫ কোটিরও বেশি টাকার নেশাজাতীয় সামগ্রী। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, কফসিরাপ ও গাঁজা যা দীর্ঘদিন ধরে যুব সমাজ ও সামাজিক কাঠামোর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছিল। আজকের এই মাদকদ্রব্য ধ্বংস কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিআইজি জয়শ্রী খেরসা, সিনিয়র পুলিশ সুপার লীনা দলে, সহ জেলা প্রশাসন ও পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তাঁদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সমস্ত আইনগত বিধি-বিধান মেনে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ বিষয়ে সিনিয়র পুলিশ সুপার লীনা দলে বলেন, শ্রীভূমি জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান আগামীতেও আরও কঠোর হবে। যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে প্রশাসন সর্বদা সতর্ক, সক্রিয় এবং প্রতিশ্রুতিবদ্ধ। জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে মাদক পাচার ও নেশার বিরুদ্ধে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। প্রশাসনের মতে, আজকের এই সফল অভিযান শ্রীভূমিকে মাদকমুক্ত করার পথে একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। সচেতন মহলের মতে, প্রশাসনের এই কঠোর অবস্থান সমাজ থেকে নেশার অভিশাপ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *