পুলিশ প্রশাসন ও আদ্যা মা প্রোডাকশনের “বহাগী বিদায় উৎসব” হাইলাকান্দিতে

শুভ দাস, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ মে : নানা স্বাদের নানা ভাষার জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল বহাগী বিদায় উৎসব। আদ্যা মা প্রোডাকশনের আয়োজনে এবং হাইলাকান্দি পুলিশ প্রশাসন ও এসসি মোর্চার রাজ্য সভাপতি মুন স্বর্ণকারের সহযোগিতায় ১৭ মে হাইলাকান্দি ডিএসএ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এই বহাগী  বিদায় উৎসব। জমজমাট দর্শকের উপস্থিতিতে ভরে উঠেছিল ডিএসএ ময়দান। সঞ্চালককুমার দাস একে একে হাইলাকান্দির বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গকে মঞ্চে আমন্ত্রণ জানান।  হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখরজ্যোতি রায়, ডেপুটি সুপারেন্টেনডেন্ট অফ পুলিশ সুরজিৎ চৌধুরী, জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য হাইলাকান্দি জেলার রেডক্রস সোসাইটির সভাপতি প্রেমাংশু পাল, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি জহর শর্মা মজুমদার, সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি নারায়ন দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজশেখর সিনহা প্রদীপ অনুষ্ঠানের মুখ্য আহবায়ক আদ্যা মা প্রোডাকশনের কর্ণধার হীরক পাল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভারম্ভ করেন বহাগী বিদায় উৎসবের।
এরপর সঞ্চালক কুমার দাস আদ্যা মা প্রোডাকশনের কাজকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে দর্শকদের ওয়াকিবহাল করেন। উদ্বোধনী নৃত্য পরিবেশনের মাধ্যমে সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

পুলিশ প্রশাসন ও আদ্যা মা প্রোডাকশনের "বহাগী বিদায় উৎসব" হাইলাকান্দিতে

উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শিলচরের মনিমালা নৃত্যশিক্ষা কেন্দ্র, নৃত্য পরিচালনায় ছিলেন তথাগত দাস। এরপরে ছিল শহিদ দিবসের উপর ভিত্তি করে নিক্কন ডান্স অ্যাকাডেমির পরিবেশনায় ‘উনিশ স্মরণে’ এবং বাংলা লোকনৃত্য এবং কত্থকের মিশেলে একটি অনবদ্য নৃত্যানুষ্ঠান, পরিচালনায় ছিলেন শুভ্রাংশু নাথ মজুমদার।  করিমগঞ্জের নুপুর নৃত্যালয় পরিবেশন করে কুকি ও রিয়াং নৃত্য, পরিচালনায় ছিলেন পায়েল চক্রবর্তী কুড়ি। শিলচরের নৃত্যভারতীর পরিবেশনায় ছিল বিহু নৃত্য পরিচালনায় ছিলেন রঞ্জিতা সিনহা।

পুলিশ প্রশাসন ও আদ্যা মা প্রোডাকশনের "বহাগী বিদায় উৎসব" হাইলাকান্দিতে

এছাড়াও হাইলাকান্দি জেলার  জোনবিরি জেং বিহু দল পরিবেশন করে অনবদ্য একটি বিহু নৃত্য। আদ্যা মা প্রোডাকশনের সিইও এবং সঞ্চালিকা শর্মিষ্ঠা দেব তার সঞ্চালনার মাধ্যমে জানান, এই বরাক উপত্যকায় বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করেন তাই প্রত্যেক ভাষা এবং সংস্কৃতির মিলন মেলাতেই একটি উৎসব সার্থক রূপ পেতে পারে। এই বহাগী বিদায় উৎসব যেন এরই এক অন্যতম রূপ। তিনি এও বলেন, এই পৃথিবীর কোন প্রান্তেই যেন কোন মাতৃভাষাকে নিজের ভাষা বলার জন্য প্রাণ দিতে না হয় এটাই যেন হয় এই বহাগী বিদায় উৎসবের মূল স্লোগান। এই অনুষ্ঠানের আহ্বায়ক আদ্যা মা প্রোডাকশনের কর্ণধার হীরক পাল বলেন, ‘আমরা যেমন বৈশাখের আগমনকে বরণ করি ঠিক তেমনি বৈশাখ বিদায় জানানোর একটি অনুষ্ঠান হলো বহাগী বিদায় উৎসব। এখানে আমাদের বরাক উপত্যকার নানা ভাষা জনজাতির অনুষ্ঠান হবে তবেই না বৈচিত্রের মধ্যে ঐক্য ধরা পড়বে গোটা ভারতবর্ষের কাছে।’

পুলিশ প্রশাসন ও আদ্যা মা প্রোডাকশনের "বহাগী বিদায় উৎসব" হাইলাকান্দিতে

অনুষ্ঠানের অংশগ্রহণ করা প্রত্যেক সংগঠনকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মান জানান হাইলাকান্দি জেলার বন আধিকারিক অখিলরঞ্জন দত্ত এবং হাইলাকান্দির এডিশনাল এসপি( হেডকোয়ার্টার) শেখরজ্যোতি রায়। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন কুমার দাস এবং চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব।

Author

Spread the News